লঞ্চ থেকে পড়ে যাওয়ার দু’দিন পর যাত্রীর মৃতদেহ উদ্ধার

ঢাকা-রাঙ্গাবালী নৌরুটের লঞ্চ থেকে পড়ে যাওয়ার দু’দিন পর নদীতে ভাসমান অবস্থায় যাত্রী সাইফুল বিশ্বাসের (২৬) মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার বেলা ১১ টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর সংলগ্ন তেতুলিয়া নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান ও নৌ-পুলিশের ইনচার্জ মো. সুরুজ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তারা বলেন, ‘রোববার সকালে তেতুলিয়া নদীর চঙ্গারচর নামক এলাকায় মাছ শিকারী জেলেরা একটি মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল মৃতদেহটি উদ্ধার করে।’

জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহটি নিখোঁজ সাইফুলের পরিবারের শনাক্ত করেছেন। পুলিশ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিখোঁজ সাইফুলের বাড়ি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে। তিনি ওই গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

উল্লেখ্য, ঢাকায় তরমুজ বিক্রি করে বৃহস্পতিবার রাতে সাইফুল তার বাবা ও ভাইর সঙ্গে ঢাকা-রাঙ্গাবালী নৌরুটের পূবালী-৫ নামের লঞ্চযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শুক্রবার ভোর ৫ টার দিকে দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নে বীজ ভান্ডার সংলগ্ন তেতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে যায় সাইফুল।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com