তিস্তায় নতুন জলবিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশে উদ্বেগ

ভারতের পশ্চিমবঙ্গ সরকার অস্থায়ীভাবে দার্জিলিং-এর পাহাড়ে তিনটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলাদেশের জন্য উদ্বেগজনক। তিনটি প্রকল্পের মধ্যে দুটি প্রকল্প সেচের মাধ্যমে তিস্তায় পানির পরিমাণ কমিয়ে দেবে। বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিলে, যখন বাংলাদেশে সেচের পানির চাহিদা বেশি থাকে।

ইতোমধ্যে তিস্তা লো ড্যাম প্রকল্প ১ ও ২ এবং বালাসন হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের জন্য একটি বিশদ প্রতিবেদন তৈরির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে পশ্চিবঙ্গ রাজ্য সরকার। দুটি প্রকল্পের সম্মিলিত ক্ষমতা ১০৯ মেগাওয়াট এবং আরো ১০টি ছোট জলবিদ্যুৎ প্রকল্প পাশের সম্ভাবনা রয়েছে।

তিস্তা লো ড্যাম প্রকল্পটি এরই মধ্যে ব্যাপক নজর কেড়েছে। এর একটি কারণ হচ্ছে বড় রঙ্গেত নদী, যা সম্মিলিত ভাবে ৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তিস্তার পানিতে বাংলাদেশেরও অধিকার রয়েছে। এ বিষয়ে ২০১১ সালের সেপ্টেম্বরে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল যা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে স্থগিত হয়ে যায়।

তিনি যুক্তি দিয়েছিলেন যে তিস্তায় উভয় দেশের সেচের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পানি নেই। তিস্তা চুক্তির বিলম্ব ঢাকার জন্য উদ্বেগের বিষয় হলেও দিল্লি ও কলকাতার সম্পর্কের টানাপোড়েনের কারণে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

বাংলাদেশে পানি একটি মৌলিক সমস্যা। যদিও পরিকল্পিত জলবিদ্যুৎ প্ল্যান্টগুলো সবই রান-অব-দ্য-রিভার প্রকল্প, যার অর্থ জলবিদ্যুৎ তৈরির জন্য নেওয়া পানি আবার নদীতে ফেরত দেওয়া হয়। তিস্তার পানির স্বল্প আয়তনের ফলে উর্বর পলির প্রবাহ কমে গেছে।

যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে শুষ্ক জমির বিশাল অংশ তৈরি হয়েছে যা চাষাবাদের জন্য অনুপযুক্ত।

ভারতীয় নদী বিশেষজ্ঞরা মনে করেন, তিস্তাকে সেচ ও জ্বালানি উৎপাদনের জন্য অত্যধিক ব্যবহার নদীটিকে ধ্বংস করতে পারে।

তারা আরো জানান, নদীর নিচের পানির প্রবাহ ভাটিতে পলি স্থানান্তরের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এটি জীববৈচিত্র্যের জন্যেও অপরিহার্য।

পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মতে, তাপবিদ্যুতের উপর নির্ভরতা কমাতে জলবিদ্যুতের ক্ষমতা বাড়ানো দরকার। প্রতিটি দেশের জন্য জলবিদ্যুৎ ক্রয় ও সবুজ বিদ্যুৎ উৎপাদনের জন্য আদেশ জারি করা জরুরি।

সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com