পাথরঘাটার ৫ লাখ পিস ফাইস্যা পোনা জব্দ, আটক ৪

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে একটি ট্রাক ভর্তি ৫ লাখ ফাইস্যা পোনাসহ ৪জনকে আটক করেছে। মঙ্গলবার (১৪ মার্চ) ভোররাতের দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচুটকী ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. সাফায়েত আবরার জানান, পাথরঘাটার কাকচিড়া বাইনচুটকি এলাকা থেকে ট্রাক ভর্তি ফাইস্যা পোনা নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ৫ লাখ ফাইস্যা পোনা জব্দ করা হয়। এ সময় ওই ট্রাকে থাকা চালক, হেলপারসহ ৪জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে এবং ট্রাক ও আটককৃত ৪জনকে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

For add

oceantimesbd.com