এক সপ্তাহের মধ্যে দেশে ভূমিকম্পের পূর্বাভাস

মঙ্গলবার (৮ নভেম্বর) মধ্যরাতে হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নড়ে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লীও।

এরই মধ্যে বাংলাদেশেও ভূমিকম্প হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী ১১ থেকে ১৬ নভেম্বরের মধ্যে বাংলাদেশের রাঙামাটি ও ভারতের মিজোরাম রাজ্য এবং মিয়ানমার সীমান্তে বড় ধরনের ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক এবং দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ এ তথ্য দিয়েছেন।

নেপালে ভূমিকম্পের পর বুধবার (৯ নভেম্বর) রাতে এই শঙ্কার কথা জানান তিনি। তিনি জানিয়েছেন, ৫ দশমিক ৫ থেবে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হতে পারে।

উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ থেকে ২৫ কিলোমিটার গভীর হতে পারে বলে জানিয়েছেন ড. বিশ্বজিৎ নাথ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags:

সব সংবাদ

For add

oceantimesbd.com