সোনাগাজী প্রতিনিধি : ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১৯:৩৫:২৪
সোনাগাজীতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আয়োজনে ঘুর্ণিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মতিগঞ্জ আরএম হাট কে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহড়ায় অংশ নেন সিপিপি’র সেচ্ছাসেবী সদস্যগণ এবং ফায়ার সার্ভিস ও ডিফেন্সের একটি টিম।
উপকূলীয় গ্রামীন জনপদের উপর কিভাবে ঘুর্নিঝড় আঘাত হানে এবং এর পূর্বে কিভাবে সতর্কবার্তা জানানো হয় ও পরে কিভাবে উদ্ধার তৎপরতা চালানো হয় তার একটি পূর্ণাঙ্গ দৃশ্যপট প্রতিকী ভাবে চিত্রায়িত করা হয়।
মহড়ায় ৯টি প্রতিকী পরিবার, মসজিদ, বিদ্যালয়, দোকান, পুকুর ইত্যাদি তৈরী করা হয়, জনগণ কে আগে থেকে সতর্ক করা হয়, একপর্যায়ে ফায়ার সার্ভিস সদস্যরা কৃত্রিম বৃষ্টি ও সিপিপি সদস্যরা কৌশলগত ভাবে ঘরবাড়ী নাড়া শুরু করে একটি পরিপূর্ণ ঘুর্ণিঝড়ের আবহ তৈরী করে। এর পর শুরু হয় উদ্ধার অভিযান।
এসময় উপস্থিত ছিলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র সহকারি পরিচালক মুনির চৌধুরী, বিএইচএফ অপারেটর ও ট্রেইনার হক সাহাব, সহকারি ট্রেইনার ইকবাল মাহমুদ ও আবদুল্লাহ আল মামুন,
উপজেলা টিম লিডার শান্তি রঞ্জন কর্মকার, মতিগঞ্জ ইউনিয়ন টিম লিডার রহিম উল্লাহ চৌধুরী, চরদরবেশ ইউনিয়ন টিম লিডার সমর দাস, নবাবপুর ইউনিয়ন টিম লিডার মোস্তফা কামাল।
For add