হাবিবুর রহমান, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ২০ মার্চ ২০২৩, সোমবার, ২১:২০:১৪
ভোলার চরফ্যাশনে জবাই করা চিত্রাল হরিণ উদ্ধার করেছেন বন কর্মীরা।
শনিবার (১৮ মার্চ) বিকেলে দক্ষিণ আইচা থানার চর নিজান কালকিনি বনবিট অফিসের উত্তর পাশে মোল্লার খালের উত্তর পাশের কেওড়া বাগান থেকে জবাই করা অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়।
এই ঘটনায় রবিবার সকালে ৩ জনকে আসামি করে বন্য প্রাণী আইনে মামলা করা হয়েছে। ঢাল চর রেঞ্জে এর কালকিনি বন বিট অফিসার এসএম আমির হামজা জানান, ওই বাগানে একই এলাকার টেপাবাচ্ছুর নেতৃত্বে মাঈন উদ্দীন, হাফেজসহ আরো কয়েকজন মিলে হরিণ শিকার করে জবাই করেন।
এসময় বনবিট অফিসার নেতৃত্বে টহলরত বনকর্মীদের উপস্থিতি টের পয়ে শিকারীরা পালিয়ে যায়। শনিবার রাত ১টার দিকে ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে জবাই করা হরিণটি ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয় বলে জানান তিনি।
For add