তিউনিসিয়া উপকূলে ৩৪ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

নৌকা ডুবে শিশুসহ অন্তত ৩৪ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে তিউনিসিয়ার উপকূলে। দেশটির কর্তৃপক্ষ ধারণা করছে নৌকাটি ইতালির দিকে যাচ্ছিল।

এই নিয়ে দুই দিনে তিউনিসিয়া উপকূলে পঞ্চম নৌকাটি ডুবল। সব মিলিয়ে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছে ৬৭ জন।

উপকূলরক্ষী বাহিনী একই সময়ে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া ৫৬টি নৌযানকে দেশ ত্যাগ করতে বাধা দিয়েছে।

তিন হাজারের বেশি অভিবাসীকে আটক করার কথাও জানিয়েছেন তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের হুসেম জেবালি।

অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে যাওয়ার জন্য এখন তিউনিসিয়াকে ব্যাপকভাবে বেছে নিচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর ইতালিতে কমপক্ষে ১২ হাজার অভিবাসী তিউনিসিয়া হয়ে এসেছে। যা গত বছরের একই সময়ে ছিল এক হাজার ৩০০ জন।

গত মাসে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ অভিযোগ করেন, সাব-সাহারান আফ্রিকান অভিবাসীরা তার দেশে অপরাধের জন্য দায়ী। তাদের জনসংখ্যাগত হুমকি হিসেবেও উল্লেখ করেন। এ মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছে আফ্রিকান ইউনিয়ন। মানবাধিকার গোষ্ঠীগুলো একে ‘বর্ণবাদী বক্তব্য’ হিসেবে বিবেচনা করছে।

২০২১ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট সাইদ ডিক্রি জারি করে স্থগিত রাখেন সংসদ। বেশির ভাগ ক্ষমতা নিজের অধীনে নেন তিনি। ওই সময় থেকে তিউনিসিয়া ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তির আলোচনা স্থগিত হওয়ায় এখন সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মুখে আফ্রিকার দেশটি। সম্প্রতি জরুরিভাবে আইএমএফের বেলআউট চুক্তিতে পৌঁছাতে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

এদিকে গতকাল ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে তিউনিসিয়ার অভিবাসী সংকট নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ইতালির উগ্র ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার মতে, তিউনিসিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে ইউরোপের দিকে অভিবাসী ঢেউ আরো বাড়তে পারে।

সূত্র:বিবিসি

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com