হাতিয়ায় তলা ফুটো হয়ে জাহাজ ডুবি

তলা ফুটো হয়ে চট্টগ্রামের হাতিয়ার নলছিরা ঘাট পার হওয়ার পর এমবি হেমা (৩) নামের একটি জাহাজ ডুবে গেছে। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ মার্চ) ভোররাত পৌনে ৩টার দিকে হাতিয়ার নলছিরা ঘাট এলাকার একটি চরে আটকে আছে জাহাজটি।

পূর্ব ব-দ্বীপ অঞ্চলের পাইলট সুপারভাইজার মো. মোতালেব জানান, জাহাজটির তলা ফুটো হয়ে ডুবে গেছে। জাহাজটি জোয়ারের পানিতে ডুবে থাকে। ভাটা হলে আবার ভেসে উঠে। উদ্ধারের কাজ চলছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com