চট্টগ্রাম বন্দর প্রতিনিধি : ২৭ মার্চ ২০২৩, সোমবার, ১৮:৪৯:৩৭
নৌবাহিনীর অপারেশনাল মহড়া পরিচালনার জন্য আগামী ২৮ মার্চ বিকেল ৫টা ৩০মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুতুবদিয়া চ্যানেল এবং একই দিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও কোস্টার/ট্যাংকারসমূহের চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) এক চিঠিতে চট্টগ্রাম নৌ অঞ্চলকে এ নির্দেশ দেন বিএন কমান্ডার এমএ রাইয়ান আল বেরুনী।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৮ মার্চ বিকেল ৫টা ৩০মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুতুবদিয়া চ্যানেল এবং একই দিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম কর্ণফুলী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক বিশেষ অপারেশনাল মহড়া পরিচালনা করায় পেকুয়া সাবমেরিন বেসিন হতে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ প্রান্ত এবং বর নং-১ হতে কর্ণফুলী চ্যানেলস্থ চট্টগ্রাম বন্দর এনসিটি-৩ পর্যন্ত ক্লিয়ার রাখার নির্দেশনা দেওয়া হলো।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: কুতুবদিয়া ও কর্ণফুলী চ্যানেল, চট্টগ্রাম বন্দর, নৌবাহিনীর মহড়া
For add