বাংলাদেশ কী আবারও ইউনেস্কোর ভারত মহাসাগর বিষয়ক কমিটির সভাপতি হচ্ছে?

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিতীয় দিনের মতো চলছে ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের (IOC) ভারত মহাসাগর বিষয়ক আন্তসরকারী আঞ্চলিক কমিটির (IOCINDIO) নবম অধিবেশন। তিন দিনব্যাপী এই অধিবেশনে অংশ নিয়েছেন ভারত মহাসাগর উপকূলের ১৯টি দেশের সমুদ্র সংক্রান্ত সরকারি দফতরের প্রতিনিধি ও সমুদ্র বিজ্ঞানীরা।

তিন দিনের এই সম্মেলনে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সমুদ্র বিষয়ক নানান গবেষণা তথ্য বিনিময়, অভিজ্ঞতা আদান প্রদান, নেটওয়ার্কিং, তরুণদের সম্পৃক্ত করণ এবং গবেষণা জোরদার করার নানান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা হবে। এই অধিবেশন থেকে ভারত মহাসাগর বিষয়ক আন্তসরকারী আঞ্চলিক কমিটিকে সরাসরি ইউনিস্কোর একটি সাব কমিটিতে রূপ দেওয়ার প্রস্তাবনার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া আইওসিআইএনডিআইও-এর পরবর্তী ২ বছরের জন্য নেতৃত্ব নির্বাচনও হবে এই অধিবেশন সমাপ্তির আগে।

বর্তমানে ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের আঞ্চলিক এই কমিটির (IOCINDIO) সভাপতিত্ব করছে বাংলাদেশ। দেশের হয়ে এতে প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম। আজই এই মেয়াদে তার শেষ দিন। এখন প্রশ্ন কে হবেন সমুদ্র বিষয়ক আঞ্চলিক শীর্ষ এই সংস্থার পরবর্তী চেয়ারপার্সন (সভাপতি)?

সাধারণত আইওসিইনডিআইও-এর নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পর পর নতুন কমিটি নির্বাচন করা হয়। ২ বছরের জন্য শুধু একজন চেয়ারপারসন এবং ২ জন ভাইস চেয়ার নির্বাচন করা হয়। এই নির্বাচন আয়োজনের আগে সদস্যভুক্ত দেশগুলোর কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার আবেদন পাঠানো হয়। আগ্রহী দেশগুলো সেটি পূরণ করে পাঠালেই কোন কোন সদস্য দেশ/প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করবে সেটি নির্ধারিত হয়। তারপর নির্বাচনী অধিবেশনে সেই প্রার্থীদের প্রার্থিতা ঘোষণা করে সদস্য দেশগুলোর ভোট নেওয়া হয়। সর্বোচ্চ ভোট প্রাপ্তই পরবর্তী ২ বছরের জন্য সংস্থার দায়িত্ব গ্রহণ করেন।

আইওসিএনডিআইও এর তথ্য বলছে, এবার সংস্থাটির চেয়ারপারসন পদের শুধু বাংলাদেশই আবেদন করেছে। সে হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয়বারের মতো চেয়ারপার্সন নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম। ভাইস চেয়ারের পদেও প্রতিদ্বন্দ্বীতা না থাকায় বর্তমানে দায়িত্বে থাকা দুজন দুবাই-এর ড. গাইস এবং ইরানের ড. গানি নির্বাচিত হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

উল্লেখ্য, খুরশিদ আলমের আগে এই উনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের (IOC) ভারত মহাসাগর বিষয়ক আন্তসরকারী আঞ্চলিক এই কমিটির কমিটির ভাইস চেয়ার ছিলো বাংলাদেশ। এ সময় বাংলাদেশের হয়ে ভাইস চেয়ারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোসলেম উদ্দিন মুন্না।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

oceantimesbd.com