জলবায়ু সুবিচারে বিল পাশ জাতিসংঘে


জাতিসংঘের সাধারণ পরিষদ ভোটে আন্তর্জাতিক আদালত (আইসিজে) থেকে জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকারের বিষয়ে পরামর্শমূলক মতামত চাওয়ার জন্য একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় ভানুয়াতু সরকার এবং প্রশান্ত মহাসাগরীয় তরুণদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের তরুণ জলবায়ু কর্মীরা।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দ্বীপরাষ্ট্রটিকে রক্ষায় তরুণদের আন্দোলননে স্বীকৃতি দিয়ে গত বছর মাত্র তিন লাখ জনসংখ্যার দেশ ভানুয়াতু আইনি পথ খুঁজতে বিশ্বের অন্যতম বড় ওই বিচারিক কর্তৃপক্ষের কাছে মতামত চাওয়ার ঘোষণা দিয়েছিল। এটি আন্তর্জাতিক আইনের অধীনে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের বাধ্যবাধকতা প্রতিষ্ঠার প্রথম প্রচেষ্টা। আইনগতভাবে বাধ্য না হলেও ভানুয়াতু আশা করে, এই উদ্যোগ বিপদাপন্ন রাষ্ট্রগুলোকে সাহায্য করবে, জলবায়ু-সম্পর্কিত আইনী প্রচেষ্টাকে জোরদার করবে এবং নিষ্ক্রিয়তার জন্য দায়ী দেশগুলোকে দায়বদ্ধ করবে৷ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব, ক্ষতি ও মানবাধিকার রক্ষায় আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎ আন্তর্জাতিক আইন প্রণয়নে সহায়তা করতে পারবে।

ভানুয়াতুকে অভিনন্দন জানিয়ে এক টুইট বার্তায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘জলবায়ু ন্যায়বিচার উভয়ই একটি নৈতিক বাধ্যতামূলক এবং কার্যকর বিশ্বব্যাপী জলবায়ু কার্যক্রম গ্রহণের পূর্বশর্ত। জলবায়ু সংকট শুধুমাত্র মানুষ, সংস্কৃতি, জাতি, প্রজন্মের মধ্যে সহযোগিতার মাধ্যমে কাটিয়ে উঠতে পারে। আসুন কাজটি সম্পন্ন করার জন্য একসাথে কাজ করি।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

oceantimesbd.com