ঈদ সেবায় ঢাকা-বরিশাল রুটে আসছে সরকারি জাহাজ

বরিশাল-ঢাকা রুটে আবারও যাত্রীসেবা দিতে যাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নৌযান। যাত্রী সংকটে বন্ধ হওয়ার সাত মাস পর আবার চালু হচ্ছে নোযানটি। তবে সেটিও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে। ঈদের আগে ও পরে চারদিনের জন্য যাত্রীসেবায় নিয়োজিত থাকবে এমভি মধুমতি নামে একটি জাহাজ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের সুবিধার্থে অভ্যন্তরীণ ও উপক‚লীয় রুটে নিয়মিত যাত্রীবাহী স্টিমার সার্ভিসের পাশাপাশি অতিরিক্ত বিশেষ যাত্রীবাহী সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত অনুযায়ী এ সেবা দেওয়া হবে।

যাত্রী সংকটের কারণে গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা-বরিশাল-মোড়লগঞ্জ রুটে এই সার্ভিস বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি বরিশালের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জসিম উদ্দিন সিকদার। তিনি বলেন, ঈদ উপলক্ষে যে সার্ভিস চালু করা হচ্ছে সেখানে শুধুমাত্র মধুমতি জাহাজটি চলাচল করবে।

তবে তাও বাগেরহাটের মোড়লগঞ্জ পর্যন্ত নয়, ঢাকা থেকে বরিশাল হয়ে পিরোজপুরের বড়মাছুয়া পর্যন্ত যাত্রীসেবা দেবে এমভি মধুমতি। যেখানে ঈদের আগে ১৮ ও ২১ এপ্রিল ঢাকা থেকে বরিশাল হয়ে বড়মাছুয়া এবং ১৯ ও ২৩ এপ্রিল বড়মাছুয়া থেকে বরিশাল হয়ে ঢাকা।

আবার ঈদের পরে ২৭ ও ৩০ এপ্রিল এবং ২৯ ও ৩১ এপ্রিল জাহাজটি এ যাত্রীসেবা দেবে। ঢাকা থেকে ১৬১ কিলোমিটার দূর বরিশাল পর্যন্ত সর্বনিম্ন ভাড়া তৃতীয় বা সুলভ শ্রেণির যাত্রী ভাড়া ২০৫ টাকা ও ঢাকা থেকে ২৬০ কিলোমিটার দূর বড়মাছুয়া পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

যদিও এ সুলভ বা ডেক শ্রেণির ভাড়া বরিশাল-ঢাকা নৌরুটে চলাচলকারী বেসরকারি লঞ্চের জন্য নয় জানিয়ে বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন বলেন, এ রুটে সরকার নির্ধারিত বেসরকারি লঞ্চগুলোর ডেক শ্রেণির ভাড়া ৪৩১ টাকা।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com