: ১ মে ২০২৩, সোমবার, ১২:২৫:১৯
ফিলিপাইনের কোরেগিডোর দ্বীপের কাছে বিদেশী পতাকাবাহী দুটি জাহাজের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।
শনিবার (২৯ এপ্রিল) এ ঘটনার তথ্য জানিয়েছে ফিলিপাইন কোস্ট গার্ড। খবর সিনহুয়ার।
পিসিজি জানায়, সিয়েরা লিওনের পতাকাবাহী এমভি হং হাই-১৮৯ জাহাজের একটি ২০ জন ক্রু ও একটি ড্রেজারসহ শুক্রবার ডুবে যায়। এতে আরও বলা হয় ২০ জন ক্রুর মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং শনিবার একজন ক্রু সদস্যের লাশ পাওয়া গেছে। নিখোঁজ ক্রুদের সন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পিসিজি আরও জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী রাসায়নিক ও তেল পণ্যের ট্যাঙ্কার পেটিট সোউরের ২১ জন ক্রু নিরাপদে রয়েছে।
For add