কীর্তনখোলায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত ২

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, এখনও নিখোঁজ রয়েছেন একজন।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে কীর্তনখোলা নদীর চাঁদমা‌রি খেয়াঘা‌টের অপর প্রান্তে নোঙর করে রাখা এমভি এবাদি-১ জাহাজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতরা হলেন চট্টগ্রামের বাসিন্দা স্বাধীন ও বাবুল কান্তি দাস। তাদের মধ্যে স্বাধীন ট্যাংকারের চিফ ড্রাইভার কুতুব উদ্দিনের ছেলে। ২২ বছর বয়সী এই তরুণ বেড়াতে এসেছিলেন। আহতরা হলেন- চিফ ড্রাইভার কুতুব উদ্দিন, দ্বিতীয় ড্রাইভার রুবেল ও কামাল। কাশেম নামে অপর একজন নিখোঁজ রয়েছেন।

জাহা‌জের ডেক-টেন্ডর সুমন সেন জানান, ট্যাংকারটি চট্টগ্রাম থেকে সাড়ে তিন লাখ লিটার পেট্রোল ও ১০ লাখ লিটার ডিজেল নিয়ে দুদিন আগে কীর্তনখোলা নদী‌তে আসে। এই তেল বরিশালের মেঘনা তেলের ডিপোর জন্য আনা হয়েছিল। তেল খালাশের কাজ শুরুর সময়ই এই বিস্ফোরণ ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, তারা খবর পেয়ে তিন মিনিটের ম‌ধ্যে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আর আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ইঞ্জিনরুমে কমপ্রেশার মেশিনে বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com