জোয়ার পরিবর্তনে স্পন্দন হারাচ্ছে সমুদ্র: সেভ আওয়ার সি

বাংলাদেশের উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত টেরিটরিয়াল এবং ২শ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চল আন্তর্জাতিক আদালতের রায়ে সুনির্দিষ্ট হবার প্রায় ৮ বছর অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অর্থনৈতিক অগ্রগতি হয়নি।

সমূদ্রসীমা নির্ধারিত হবার পরে বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ সংরক্ষণ, আহরণ, ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ-মেয়াদি কর্মপন্থা প্রণয়ন করার দাবি করছে সরকার। কিন্তু এ দীর্ঘ সময়ে সুনীল অর্থনীতিকে সামনে রেখে সমুদ্রে অব্যবহৃত ও এর তলদেশে অ-উন্মোচিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করনে এখনো দৃশ্যমান কাজ শুরু করা যায়নি।

সমুদ্র সম্পদ ব্যবহার করে দারিদ্র্য বিমোচন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাসহ বিপুল কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ রয়েছে। তবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার জন্য সবার আগে প্রয়োজন সমুদ্রের সুস্থ পরিবেশ নিশ্চিত করা। প্রতিবছর ৮ই জুন বিশ্বব্যাপী সমূদ্র দিবস পালিত হয়।

এ বছর ২০২৩ সালের ইউএন’র সমূদ্র দিবসের প্রতিপাদ্য (Planet Ocean: Tides are Changing) ’’জোয়ার পরিবর্তনে স্পন্দন হারাচ্ছে সমূদ্র’। এই প্রতিপাদ্যে সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থ বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

বঙ্গোপসাগরের মাছ, সেন্টমার্টিনের কোরালসহ সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন পণ্যের ব্যবহার বন্ধের জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে উপকূলে ম্যানগ্রোভ নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com