ওশান টাইমস নিউজ ডেস্ক : ৭ জুলাই ২০২৩, শুক্রবার, ০:৪৬:৫১
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দরকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের পদে চার অতিরিক্ত সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক উত্তম কুমার দাসকে একই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোশাররফ হোসেনকে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জিনাত আরাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর মহাপরিচালক (ডিজি) এবং সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়াকে বঙ্গবন্ধু নভো থিয়েটারের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: বিএফডিসি, মৎস্য উন্নয়ন করপোরেশন
For add