দক্ষিণ আফ্রিকায় জিরাফের পায়ে চাপা পড়ে শিশুর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার একটি চিড়িয়াখানায় জিরাফের পায়ে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের বরাতে বিবিসি ওয়াল্ড বলছে, ১৬ মাস বয়সী মেয়েটি কোয়াজুলু-নাটাল প্রদেশের বিলাসবহুল কুলেনি গেম পার্কে তার মায়ের সাথে থাকতো। শান্ত প্রাণী জিরাফের দ্বারা হামলার ঘটনায় দেশটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ লেফটেন্যান্ট নকোবিলে মাদলালা বলেছেন, ‘শিশুটিকে নিকটস্থ ডাক্তারের কক্ষে নিয়ে যাওয়া হয় যেখানে সে মারা যায়।”

ঘটনার বিবরণ শুনে বিস্তারিত বিবরণ আঁকা হয়েছে, তবে কী ঘটেছে তা নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হয়েছে বলেও জানায় পুলিশ।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags:

oceantimesbd.com