মোংলা বন্দরের উন্নয়নে ছয় হাজার কোটি টাকার প্রকল্প

মোংলা বন্দরের উন্নয়নে গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ছয় হাজার ১৪ কোটি ৬১ লাখ টাকার প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ ও ইজিস ইন্ডিয়া কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডের মধ্যে ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্প’ নামের ওই প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, ইজিস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্ট জারমেইন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।এ সময় দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আর্থিক মূল্য ও প্রকল্পের সংখ্যা—উভয় দিক থেকেই বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন সহযোগী। বিশ্বব্যাপী ভারতের উন্নয়ন সহায়তার প্রায় এক-চতুর্থাংশ বাংলাদেশের বিভিন্ন খাতের বৈচিত্র্যময় নানা প্রকল্পে সম্প্রসারিত হয়েছে। এই দৃঢ় উন্নয়ন সহযোগিতা বৃহত্তর প্রবৃদ্ধি ও সমৃদ্ধির পথে বাংলাদেশের সঙ্গে ভারতের অংশীদারির প্রতিশ্রুতির প্রতিফলন।

তিনি আরো বলেন, মোংলা বন্দর প্রকল্পের মতো বিভিন্ন সংযোগ প্রকল্প সম্পন্ন হলে তা শুধু ভারত-বাংলাদেশ সম্পর্কেই নয়, সমগ্র উপ-অঞ্চলের অর্থনীতিতেও একটি রূপান্তরমূলক প্রভাব ফেলবে।

মোংলা বন্দরের এ মেগাপ্রকল্পের ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ১৪ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন এক হাজার ৫৫৫ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য চার হাজার ৪৫৯ কোটি ৪১ লাখ টাকা। ২০২৪ সালের ৩০ জুলাই প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। এটি বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা কয়েক গুণ বাড়বে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

মেগাপ্রকল্পের মধ্যে রয়েছে কনটেইনার টার্মিনাল নির্মাণ, কনটেইনার হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড নির্মাণ, সিকিউরিটি সিস্টেমসহ সংরক্ষিত এলাকা সম্প্রসারণ, সার্ভিস ভেসেল জেটি নির্মাণ, আটটি জলযান সংগ্রহ, বন্দর আবাসিক কমপ্লেক্স ও কমিউনিটি সুবিধা (১৩টি সুউচ্চ ভবন), বন্দর ভবনের সম্প্রসারণ, মেকানিক্যাল ওয়ার্কশপ, যন্ত্রপাতিসহ স্লিপওয়ে ও মেরিন ওয়ার্কশপ কমপ্লেক্স নির্মাণ, দিগরাজে লেভেলক্রসিং ওভারপাস, মোংলা বন্দরের বিদ্যমান রাস্তা ছয় লেন পর্যন্ত সম্প্রসারণ, বহুতল কার ইয়ার্ড নির্মাণ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com