সিত্রাং ১৯ জেলাজুড়ে বড় আকারে আঘাত হানতে পারে: দুর্যোগ প্রতিমন্ত্রী

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হতে পারে। বর্তমানে সেটির মুখ যেদিকে রয়েছে সেখান থেকে যদি দিক পরিবর্তন করে পূর্বে টান নেয় তাহলে বাংলাদেশের কক্সবাজার থেকে সাতক্ষীরসহ ১৯টি জেলার ৭৩০ কিলোমিটার উপকূলজুড়ে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান তিনি। গভীর নিম্নচাপটি এখন উত্তর পশ্চিমে রয়েছে। এটি আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানলে তা হবে বড়ো আকারে। অমাবশ্যার কারণে ৩ থেকে ৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার শঙ্কা রয়েছে।

ঝুঁকি মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সতর্কবার্তা দেওয়া, জেলা পর্যায়ে সাইক্লোন প্রস্তুতির পাশাপাশি গভীর সমুদ্রে নিষিদ্ধ করা এবং উপকূলীয় জেলাগুলোতে এক হাজার প্যাকেজ শুকনো খাবার ও চালসহ খাবার সামগ্রী রাখা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com