ওশানটাইমস ডেস্ক : ২২ মার্চ ২০২৩, বুধবার, ১০:৩৯:০৩
পানি মহামারী
মেছবাহ উদ্দিন মারুফ
দিবানিশি সারাক্ষণ পানি প্রয়োজন,
এই কথা জানি সবে মানি কয়জন?
মল ফেলে করি সদা পানির দূষণ,
এভাবে চললে,ধরা হবে মহারণ।
নিষ্ক্রিয় হয়ে দেহ নামবে মরণ।
পানি কি? জানতে তা হও মরুচারী,
বুঝে যাবে তৃষিতের কি যে আহাজারি!
কম করি পানি ক্ষয় যতটুকু পারি,
সাবধান হয়ে যাও পুরুষ ও নারী।
থামাতেই হবে সবে পানি মহামারী।
ঠিকমতো করবোই পানি ব্যবহার,
মৃতদেহ পচাগলা ফেলবো না আর।
পৃথিবীটা রোগহীন গড়বো আবার,
প্রয়োজন খুব বেশি ঐক্য হবার।
তবে কেউ থাকবে না দূষণ করার।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: কবিতা, পানি, বিশ্ব পানি দিবস, মহামারী
For add