কুয়াকাটায় গুঁড়িয়ে দেয়া হলো অভিজাত হোটেল সিকদার রিসোর্টের ‘বীচ ক্লাব’

পটুয়াখালীর কুয়াকাটায় সৈকত ঘেষা জাতীয় উদ্দ্যান সম্মুখে সরকারি জমিতে গড়ে ওঠা সিকদার রিসোর্টের মালিকানাধীন “বিচ ক্লাব” নামের স্থাপনাকে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

শুক্রবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান ও নৈঈম উদ্দিন এর নেতৃত্বে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সংকর চন্দ্র বৌদ্ধ’র উপস্থিতিতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় মহিপুর থানা পুলিশ, ফায়ারসার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিকদার রিসোর্ট কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, আমাদের কোনো নোটিশ না দিয়ে ব্যক্তি আক্রোশে এই স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে। আমরা ১দিন সময় চেয়েছি তাও দেয়নি। আমাদের কাছে কোর্টের স্থগিত আদেশ রয়েছে তা বার বার নিয়ে আসছি তারপরেও গুঁড়িয়ে দিলো।

পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তিনি জানান, সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না, তারই ধারাবাহিকতায় আজকের এই উচ্ছেদ অভিযান। তবে এ ধারাবাহিতা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com