আটলান্টিক মহাসাগরে স্পেনের লাপামা দ্বীপের আগ্নেয়গিরি লাভা!

আগ্নেয়গিরির ভয়ংকর রূপ দেখছে স্পেনের লা পামা দ্বীপ। উত্তপ্ত লাভা পৌঁছে গেছে আটলান্টিক মহাসাগরে।

আগ্নেয়গিরির ভয়ংকর রূপ দেখছে স্পেনের লা পামা দ্বীপ। উত্তপ্ত লাভা পৌঁছে গেছে আটলান্টিক মহাসাগরে। এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়া এবং বিস্ফোরণের শঙ্কা বাড়ছে।

আটলান্টিক মহাসাগরের প্লেয়া নুয়েভা এলাকার পানিতে আগ্নেয়গিরির লাভা গিয়ে পড়ায় সেখান থেকে বাষ্পের ঘন সাদা মেঘ উড়তে দেখা গেছে। এ থেকে রাসায়নিক বিক্রিয়া ঘটে মানুষের চোখ এবং ত্বকে জ্বালাপোড়া এমনকি শ্বাস নেওয়ার সমস্যাও হতে পারে।

স্পেনের ক্যানারি দ্বীপে জেগে ওঠে কুমব্রে ভিয়েজা আগ্নেয়গিরি। তখন থেকে এ পর্যন্ত উত্তপ্ত লাভায় ধ্বংস হয়েছে শত শত ঘরবাড়ি। বিস্তীর্ণ এলাকা লাভার গ্রাসে চলে যেতে থাকায় উপদ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ছয় হাজার মানুষকে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপারনিকাস সার্ভিস এক হিসাব দিয়ে বলেছে, লাভা ২৬৭ হেক্টর (২.৭ স্কয়ার মাইল) এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এবং মহাসাগরে গিয়ে পড়ার পথে ৬৫৬টি ঘরবাড়ি বিলীন হয়েছে।

উত্তপ্ত এই লাভা আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে বলে এক টুইটে জানিয়েছে ক্যানারি দ্বীপের আগ্নেয়গিরি বিষয়ক ইনস্টিটিউট (ইনভলক্যান)।

স্থানীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, লাভা নদী গিয়ে সাগরের পানিতে পড়ে বিপুল পরিমাণ বাষ্প এবং গ্যাস সৃষ্টি করছে।

তা ছাড়া, পানিতে লাভা মিশে বিস্ফোরণ ঘটা এবং এতে উপকূলরেখা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ক্যানারি দ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, ৬০০ মিটার চওড়া লাভার স্রোত কিছু এলাকার জমি পুড়িয়ে দিয়েছে।

এ থেকে রক্ষা পেতে উপকূলের কাছের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাড়ির দরজা, জানালা সব টেপ ও ভেজা তোয়ালে দিয়ে বন্ধ করে রাখতে বলা হয়েছে।

সূত্র: বিবিসি

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com