দর্শনার্থী সমাগমে জমে উঠেছে চট্টগ্রামের সাগর তীরের ফ্লাওয়ার পার্ক

বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মত গড়ে তোলা হয়েছে নান্দনিক ফ্লাওয়ার পার্ক। যার এক প্রান্তে সাগরের তীর অন্য প্রান্তে রঙ বেরঙের নানা প্রজাতির ফুলের সাথে আছে বাহারি টিউলিপ। এসব দেখতে ভিড় করেন চট্টগ্রাম শহরসহ আশপাশের হাজারো মানুষ। এই পার্কটিতে সম্পূর্ণ বিনামূল্যে দর্শনার্থীরা প্রবেশাধিকার পাচ্ছেন।

জেলা প্রশাসনের উদ্যোগে বন্দর লিংক রোডের ফৌজদারহাট অংশে ১৯৪ একর জায়গায় এই পার্ক এরইমধ্যে নজর কেড়েছে দর্শনার্থীদের।

দৃষ্টিনন্দন বাহারি টিউলিপ ফুল। লাল, হলুদ, বেগুনি, সাদা, গোলাপিসহ নানা রঙের মিশ্রণে অপূর্ব এসব টিউলিপ দেখে চোখ জুড়িয়ে যায়। শুধু টিউলিপই নয়, সাথে গাঁদা, জবাসহ ১২০ প্রজাতির ৩০ হাজার ফুলের গাছ নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে গড়ে তোলা হয়েছে নান্দনিক ফ্লাওয়ার পার্ক।

নগরীর আগ্রাবাদ থেকে আগত শরিফুল ইসলাম জানান, চট্টগ্রামে অসংখ্য পর্যটন এলাকা রয়েছে। তবে সেগুলোতে এত রকমের ফুল আমার কখনো চোখে পড়েনি৷ এই ফ্লাওয়ার পার্কটি চট্টগ্রামের সৌন্দর্যকে আরো একটু বাড়িয়ে দিয়েছে।

ফেনী থেকে আসা নজরুল ইসলাম বলেন, ফেসবুকে দেখার পর স্বচক্ষে দেখার ইচ্ছে হলো একসাথে এতগুলো ফুল। তাই ছুটির দিনে চলে আসলাম। এটার সৌন্দর্য বলে বুঝানোর মত না।

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র আফরিনা সুলতানা রিয়া বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ার বন্ধুদের সাথে ঘু্রতে চলে আসলাম। ছেলেদের তুলনায় মেয়েরা একটু ফুল বেশিই পছন্দ করে। আমি ব্যক্তিগত ভাবে ফুলকে বেশি পছন্দ করি। তাই শহরের নিউমার্কে থেকে বন্ধুদের সাথে চলে আসলাম।

উল্লেখ্য- গত ১০ই ফেব্রুয়ারি উদ্বোধন হয় দৃষ্টিনন্দন এই ফ্লাওয়ার পার্কের। পার্কটি সম্পর্কে মানুষকে জানাতে আয়োজন করা হয়েছে ফুল উৎসবের, যা চলে গত ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com