: ২৩ নভেম্বর ২০২২, বুধবার, ১৬:২৩:৪২
চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিলাসবহুল জাহাজ ‘এমভি বে ওয়ান’ এর চলাচল। কর্ণফুলী ক্রুজলাইনের ৫ তারকা মানের ৭ তলা এই প্রমোদতরীটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় ছেড়ে শুক্রবার ভোরে সেন্টমার্টিন পৌঁছাবে। সেখানে একদিন একরাত সেখানে অবস্থান করে শনিবার সকাল ১০টায় সেন্টমার্টন থেকে রওয়ানা দিয়ে সন্ধ্যায় চট্টগ্রাম ফিরবে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুর পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে অবস্থানরত ‘এমভি বে ওয়ান’ এ আয়োজিত সংবাদ সম্মেলনে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার এম এ রশিদ বলেন, ২০২০ সাল হতে ‘এমভি বে ওয়ান’ জাহাজ চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে পর্যটন সেবা দিয়ে আসছে। জাহাজটিতে আরো বিলাসবহুল সুবিধাদি সংযোজন করা হয়েছে। পাশাপাশি একই সময়ে জাহাজের প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন এবং মেরামতের কার্যাদিও সম্পন্ন করা হয়।
পর্যটকরা নবায়িত ‘এমভি বে ওয়ান’ হতে আরো অধিক সেবা পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: এমভি বে ওয়ান, ওশানটাইমস
For add