উন্নত ভ্রমণসেবা নিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রা শুরু করলো নতুন বিমান

উন্নত ভ্রমণসেবা নিশ্চিতের লক্ষ্য নিয়ে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হলো নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার এ্যাস্ট্রা’। দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট নিয়ে আজ থেকে যাত্রা শুরু করেছে এয়ারলাইন্স কোম্পানিটি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শতভাগ যাত্রী নিয়ে এয়ার এ্যাস্ট্রার প্রথম ফ্লাইট 2A 441 কক্সবাজার এর উদ্দেশ্যে ছেড়ে যায়। এরই মাধ্যমে শুরু হয় নতুন এই এয়ারলাইন্সের বাণিজ্যিক যাত্রা।

এয়ার এ্যাস্ট্রা জানিয়েছে, আজ থেকে প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৩টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ২টি ফ্লাইট পরিচালনা করবে তারা। ঢাকা থেকে কক্সবাজার এর ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮০০ টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম এর ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৯৫ টাকা।

তারা আরও জানায়, বর্তমানে দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে তাদের। আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই নেবে তারা। ২০২৩ সালের মধ্যে এয়ার এ্যাস্ট্রা’র এয়ারক্রাফট এর বহর ১০টিতে উন্নিত হবে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

খুব শিগগিরই পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করার কথাও জানায় এয়ার এ্যাস্ট্রা কর্তৃপক্ষ।

এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, গুণগত সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। যাত্রীদের আস্থা ধরে রাখতে আমরা সেবা দিয়ে যাবো।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

oceantimesbd.com