ওশানটাইমস ডেস্ক : ১৪ নভেম্বর ২০২২, সোমবার, ৯:৩৫:২০
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ১৪ থেকে ১৫ ডিগ্রির ঘরে ছিল আরও অনেক জেলার তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, পরবর্তী তিন দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বৃষ্টিপাত হলে তাপমাত্রা আরও কমে আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
সোমবার (১৪ নভেম্বর) সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টার তাপমাত্রার চিত্র তুলে ধরে পূর্বাভাসে আরও বলা হয়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও যশোরে ১৪, বদলগাছী ও ঈশ্বরদীতে ১৪ দশমিক ২, রাজশাহীতে ১৪ দশমিক ৫, দিনাজপুর ও তেঁতুলিয়ায় ১৫, সৈয়দপুরে ১৫ দশমিক ২, কুমারখালীতে ১৫ দশমিক ৪, সাতক্ষীরা ও তাড়াশ ১৫ দশমিক ৫ এবং গোপালগঞ্জ ও শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের আমেজ দেখা দিয়েছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। ধীরে ধীরে শীতের তীব্রতা কিছুটা বাড়ছে।
এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৯, রাজশাহীতে ১৪ দশমিক ৫, রংপুরে ১৭ দশমিক ৮, ময়মনসিংহে ১৭ দশমিক ৬, সিলেটে ১৯ দশমিক ২, চট্টগ্রামে ২০ দশমিক ৯, খুলনা এবং বরিশালে ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুতুবদিয়ায় ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়।
এর আগেও বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেটি গুরুত্বহীন হয়ে গেছে বলে জানিয়ে পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৩ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৩ মিনিটে হবে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।
For add