তাপমাত্রা বাড়ার দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। দিনভর পানাহারমুক্ত থেকে রোজা পালন করছেন সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। এই সময়ে তাপমাত্রা কিছুটা কম থকলে সহজ হয় রোজদারদের জন্য। কিন্তু আবহাওয়া অফিস বলছে বাড়বে তাপমাত্রা।

শুক্রবার (২৪ মার্চ) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, শনিবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এদিন দেশের ১০টি জেলায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে ভোলায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ১১মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে হবে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com