ওশানটাইমস ডেস্ক : ২৫ মার্চ ২০২৩, শনিবার, ১২:২৪:০৬
রাজধানীসহ তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তেও পারে।
শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা বৃষ্টির কথা জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি বলেন, মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার যে পূর্বাভাস জানিয়েছে তাতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। পাশাপাশি আগামী দুই দিনে তাপমাত্রা আরও বাড়বে। তবে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
গতকাল ঢাকায় সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
For add