দেশের কিছু এলাকায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা

আজ ঢাকা ও তার আশপাশের এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। রবিবার (২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ওই পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া দপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

একই কেন্দ্রের আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট, রংপুর এবং দিনাজপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে আজ সামুদ্রিক সতর্কবার্তা, ভারী বর্ষণের সতর্কবার্তা অথবা কালবৈশাখীর জন্য কোনো সতর্কবার্তা নেই।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com