৩৯ ডিগ্রিতে উঠেছে তাপমাত্রা, তাপপ্রবাহ থাকবে আরও ৫দিন

প্রতীকী ছবিমাহে রমজানের মধ্যে শুরু হয়েছে তাপপ্রবাহ। গত দুদিন তীব্র গরমে দিশেহারা জনজীবন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় (২ দিন) তা অব্যাহত থাকতে পারে। আগামী ৫ দিনে আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্‌ভাবনা নেই বলেও জানানো হয়।

পূর্বাভাসে আরও জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়াচিত্রে বলা হয়, রবিবার সন্ধ্যা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এই সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এদিন দেশে সর্বোচ্চ চাঁদপুরে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানানো হয়।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে হবে বলেও জানায় আবহাওয়া অফিস।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

oceantimesbd.com