তাপদাহ থাকতে পারে আরও এক সপ্তাহ

সারা দেশে দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের ওপর দিয়ে চলমান মৃদু (৩৬-৩৮) ডিগ্রি সেলসিয়াম থেকে মাঝারী (৩৮-৪০ ) ডিগ্রি সেলসিয়াম তাপ প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপ প্রবাহের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগে দুএক জায়গায় বিক্ষিপ্তভাবে তীব্র (৪০-৪২) ডিগ্রি সেলসিয়াম আকারে তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com