নিজস্ব প্রতিবেদক : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার, ২২:১৭:১১
দেশজুড়ে চলছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। গরমে অতিষ্ঠ পুরো দেশের মানুষ। এরইমধ্যে শনিবার সকালে ফেনী, নোয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন জেলায় দেখা গেছে কুয়াশা। গরমের মধ্যে কেন এমন কুয়াশার দেখা যাচ্ছে এ নিয়ে জল্পনা কল্পনা চলছে ওইসব এলাকায়।
সূর্য যখন ভূপৃষ্ঠে সরাসরি কিরণ ফেলছে তখন এই কুয়াশাকে অলৌকিক বলছেন সাধারণ মানুষ। তবে আবহাওয়াবিদরা বলছেন এটি কোনো অলৌকিকতা নয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক ওশান টাইমসকে বলেন, রাতের আকাশ মেঘমুক্ত থাকায় ভূপৃষ্ঠ খুব ঠান্ডা হয়। তাপ বিকিরণ করে ভোর থেকে সকাল ৮টার মধ্যে তাপমাত্রা দ্রুত কমে ২৫-২৬ ডিগ্রিতে চলে আসে। এই তাপমাত্রা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তৈরি করে।
গরমকালে এটি কিভাবে হতে পারে জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, গরম থাকবে সবই ঠিক থাকবে। কিন্তু আকাশে মেঘ না থাকায় ভোরে খুব দ্রুত তাপমাত্রা কমে যায়। তাছাড়া উপকূলীয় এলাকা হওয়ায় সেখানকার বাতাসে কিছুটা জলীয়বাষ্প আসে। সেই জলীয়বাষ্পই মূলত কুয়াশার সৃষ্টি করে।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: আবহওয়া, আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক, গরমের মধ্যে কুয়াশা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
For add