বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে শুক্রবার রাতে

প্রতীকী ছবি২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ আগামী শুক্রবার (৫ মে) সংঘটিত হবে। এদিন বাংলাদেশ সময় রাত ৯টা ১২ মিনিটে চন্দ্রগ্রহন শুরু হয়ে গভীর রাত ১টা ৩৩ মিনিটে শেষ হবে। বৈশাখ মাসের এই চন্দ্রগ্রহনকে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমাও বলা হয়।

বাংলাদেশ আবহাওয়া অফিস বলছে, শুক্রবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ১২ মিনিটে উপছায়ায় চাঁদ প্রবেশ করবে। মধ্যবর্তী গ্রহণ বা মূল চন্দ্রগ্রহণটি হবে ১১টা ২৩ মিনিটে। রাত ১টা ৩৩ মিনিটে উপচ্ছায়া থেকে বেরিয়ে আসবে চাঁদ। তবে এই চন্দ্রগ্রহন বাংলাদেশ থেকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী যখন চাঁদ এবং সূর্যের মধ্যে আসে তখন একটি চন্দ্রগ্রহণ ঘটে। এবারের চন্দ্রগ্রহণটি একটি ছায়া চন্দ্রগ্রহণ। অর্থাৎ এই সময়ে পৃথিবীর ছায়া চাঁদের একপাশে থাকাবে। পৃথিবীর ছায়া চাঁদের একপাশে থাকার কারণে এই গ্রহণ সবখানে দেখা যাবে না। বছরের প্রথম এই চন্দ্রগ্রহণের কেন্দ্রীয় গতিপথ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং ভারত মহাসাগরের বেশ কিছু অঞ্চলকে ঘিরে থাকবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

For add

oceantimesbd.com