মিরসরাইয়ে প্রস্তুত ৮০টি সাইক্লোন সেন্টার

 

বঙ্গোপসাগরে সৃ্ষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসন। উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুই পৌরসভা মেয়রকে নিয়ে সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইউনিয়ন পর্যায়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, শুকনো খাবার, বিশুদ্ধ পানির পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

মিরসরাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতিক মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। পৌরসভা, ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে সভা করে প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে।

তিনি আরো বলেন, উপকূলীয় এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে কোস্টগার্ড মাইকিং করে সতর্ক করছে। উপজেলায় মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে ৮০টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রয়েছে। পুলিশ, আনসার, কোস্টগার্ড, সিপিপি, ফায়ার সার্ভিস টিম কাজ করছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে ১৬টি মেডিকেল টিম গঠন করা করা হয়।

জানা গেছে, গত বছরের ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে প্রবল ঝড়ে উপজেলার ১৬নং সাহেরখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৩ নং বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ৫০০ হাজার ফুট গভীরে সাগরের মাঝে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ডুবে আট শ্রমিক মারা যায়। এমন দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় সাগরে অবস্থানরত সকল জাহাজ, ট্রলার, ড্রেজার মালিকও চালকদের সতর্ক করা হয়েছে।

সামাজিক সংগঠন দুর্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন জানান, ঘূর্নিঝড় মোখা মোকাবেলায় দুর্বার সংগঠনের সকল সদস্যরা প্রস্তুত রয়েছেন।

মিরসরাই উপডজেলা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রধান সমন্বয়ক আশরাফ উদ্দিন সোহেল বলেন, সকল সামাজিক সংগঠনের সদস্যরা দূর্যোগ মোকাবেলার লক্ষ্যে প্রস্তুত রয়েছে।

সিপিপি মিরসরাই উপজেলার টিম লিডার এম সাইফুল্লাহ দিদার বলেন, ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় আমাদের ৮০ টিম মাঠে থাকবে। ৮০ টিমে এক হাজার ছয় শত স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। যারা নিজ নিজ ইউনিটে প্রচারনার কাজ করছে। একটি টিমে ১০ জন পুরুষ ও ১০ জন মহিলা সদস্য রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ ক্ষয়ক্ষতির জন্য প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সরাঞ্জামসহ আমরা ১৬টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

কোস্টগার্ড মিরসরাই ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার জহিরুল ইসলাম জানান, মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলের মানুষকে সাবধান করতে মাইকিং করা হচ্ছে। তাদের নিরাপদে থাকতে অনুরোধ করা হচ্ছে। উপকূলে ঝুঁকির মধ্যে থাকা বাসিন্দাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সতর্ক করা হয়েছে। যদি ঘূর্ণিঝড় আমাদের এলাকায় আঘাত হানে তাহলে তাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যেতে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

oceantimesbd.com