নিজস্ব প্রতিবেদক : ১৪ মে ২০২৩, রবিবার, ১৬:৪৫:০৩
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র দেশের উপকূল অতিক্রম করেছে। এটি এখন মিয়ানমারে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এখনও এর প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনায় বায়ুতাড়িত জলচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রবিবার (১৪ মে) বিকেল ৪টার ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। সেন্টমাটিনের ওপর দিয়ে এটি ঘণ্টায় সর্বোচ্চ ১৪৭ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত করেছে বলেও জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, মোখা কক্সবাজার জেলা বিশেষ করে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ওপর দিয়ে গেছে। সেন্টমার্টিনে তান্ডব চলছে। ২.৩০ মিনিটে সেন্টার্টিনে ১৪০ কিলোমিটার বাতাস রেকর্ড করা হয়েছে। মোখা এখন সামান্য দূর্বল হয়েছে। কক্সবাজার ও উত্তর মিয়ামনমার অতিক্রম করে এখন মিয়ানমারে অবস্থান করছে। সন্ধ্যা নাগাদ এটি আরও দুর্বল হতে পারে।
মোখার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার থেকে ১৩০ কিলোমিটার পর্যাপ্ত বৃদ্ধি পাচ্ছে।
এখনও কক্সবাজারে ১০ নম্বর, চট্টগ্রাম ও পায়রা বন্দরের জন্য দেওয়া ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলার জন্য দেওয়া ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: উপকূলীয় এলাকা, ঘূর্ণিঝড় মোখা, জলোচ্ছ্বাস, মোখা
For add