আবহাওয়ার খবর: ১৬ সেপ্টেম্বর, ২০২৩

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজ বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ আপডেট।

আজ ১ আশ্বিন, শনিবার। আজকের (১৬ সেপ্টেম্বর) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো-

* গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (নিকলি) ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস
* গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (কুতুবদিয়া) ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস
* আজকের সর্বনিম্ন তাপমাত্রা (কুতুবদিয়া ও হাতিয়া) ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস
* আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস
* গত ২৪ ঘন্টায় (সকাল ৬টা পর্যন্ত) সবচেয়ে বেশি বৃষ্টি (টেকনাফ) ২৮ মিলিমিটার

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com