বৃষ্টি বাড়ার পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ

দেশের ৩৫ জেলায় গতকাল রবিবার বয়ে গেছে মৃদু তাপপ্রবাহ। তবে আজ সোমবার বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে অনেক অঞ্চল থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হতে পারে। এ ছাড়া ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বলেন, ‘বছরের এই সময়টায় বৃষ্টিপাত না থাকলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়ে।

তবে এটা সাময়িক, দীর্ঘস্থায়ী হয় না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি ও অস্বস্তি বেশি হচ্ছে। সোমবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি বাড়বে। ফলে দেশের অনেক জায়গা থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে।

তবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি কম থাকতে পারে। ফলে এই দুই বিভাগে তাপপ্রবাহ আগামীকালও (আজ) থাকতে পারে।’
গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে মাত্র সাতটিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে গতকাল রাতে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে বৃষ্টির খবর মিলেছে। ঢাকায় গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com