হাঙর রান্নার ব্লগ করায় ১৫ লাখ টাকা জরিমানা!

সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবার নিয়ে নিয়মিত ব্লগ করেন। দেখান সব অভাবনীয় পদ রান্না করে। এসব রান্না খেয়ে দর্শকের মন জয় করে আয় করেন টাকা। তবে এবার এক ভিন্ন কিছু রান্না করতে গিয়ে পড়েছেন বিপাকে। ১-২ নয়, হাঙর হত্যার অভিযোগে পড়েছেন ১৫ লাখ টাকার জরিমানায়।

ঘটনাটি ঘটেছে চীনে। সেখানকার এক নারী জ্যঁ মউমউ প্রায় ১ লাখ টাকায় একটি হাঙর মাছ কিনে সেটি রান্না করেন। পুরো এই ঘটনাটি রেকর্ড করে প্রকাশ করেন নিজের চ্যানেলে।

ভিডিয়োটি পোস্ট করার সাথে সাথেই তা ছড়িয়ে পড়ে দেশ ও দেশের বাইরে। পৃথিবীর নানা লুপ্তপ্রায় প্রাণীর মধ্যে একটি হল সাদা হাঙর। সেটিকেই বেআইনিভাবে ধরার ও হত্যার অভিযোগ ওঠে ওই নারীর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, রান্না করার আগে ওই হাঙরটির সঙ্গে নানা রকম ভঙ্গিতে ছবি তুলে, সমাজমাধ্যমে পোস্টও করেন তিনি।

যদিও মউমউ বলছেন, তিনি মাস দুয়েক আগে অনলাইনে প্রায় ১ লাখ টাকা ব্যয় করে মাছটি কিনেছিলেন। সুতরাং আইন ভাঙার কোনও প্রশ্নই নেই। তা সত্ত্বেও তাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

oceantimesbd.com