ওশানটাইমাস নিউজ : ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৩:৫২:৪৮
সুন্দরবনে প্রায় ২৪ ঘণ্টা ধরে একটি বন কার্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করছিলো ৩টি রয়েল বেঙ্গল টাইগার। এতে আতঙ্ক সৃষ্টি হয় ওই বন কার্যালয়ের ৫ বনরক্ষীর মধ্যে।
বন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর এলাকায় ৩টি বাঘ ঘুরে বেড়াতে শুরু করে। বাঘ ৩টি ওই ফরেস্ট অফিসের আাশপাশ দিয়ে ঘুরতে থাকে। বনরক্ষীরা ২টি বাঘের ছবিও তুলেছেন। কিন্তু, বাঘের ঘোরাঘুরিতে ওই ফরেস্ট অফিস এলাকায় আতঙ্ক বিরাজ করতে শুরু করে।
গত শনিবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শামসুল আরেফিন বলেন, ‘আগেরদিন দুপুর থেকে বনের সুপতি স্টেশনের চান্দেশ্বর বন কার্যালয়ে এলাকায় অবস্থান নেয় ২টি বাঘ। পরে সেখানে এদের সঙ্গে যোগ দেয় আরও ১টি বাঘ। প্রথম বাঘ ২টি পুকুরে পানি খেতে আসে। পানি খেয়ে তারা খেলা করছিল। বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছিল। কিন্তু, তারা সরে যায়নি। বাঘগুলো রাতের বেলা আশপাশে অবস্থান করছিল।’
চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক শেখের উদ্ধৃতি দিয়ে সহকারী বন সংরক্ষক জানান, প্রথমে পুকুর পাড়ে বাঘ ২টি দেখে ৫ বন রক্ষী ভয় পেয়ে যান। পরে বনরক্ষীরা দ্রুত বাসায় ঢুকে দরজা বন্ধ করে দেন। বাঘ ২টি পুকুরে নেমে পানি পান শেষে কিছু সময় পুকুর পাড়ে বিশ্রাম নেয়। পরে সামান্য পথ ঘুরে রান্নাঘরের পাশে অবস্থান নিয়েছিল।
তিনি আরও বলেন, ‘সকালবেলাও আমরা পুকুরের আশেপাশে তাদের দেখেছি। আমাদের স্টাফরা আতঙ্কিত হয়ে রাতে দরজা খোলেনি। স্টেশন থেকে তারা লাইট দিয়ে বোঝার চেষ্টা করছিল। কিন্তু, শনিবার সকাল ১০টা থেকে আনভিজিবল হয়ে যায় বাঘগুলো। কিন্তু এখনো আমরা বানরের শব্দ শুনতে পাচ্ছি। বানর উচ্চস্বরে চিৎকার করছে। মনে হচ্ছে তারা (বাঘ) আশপাশে অবস্থান করছে। আমরা সতর্ক অবস্থায় আছি। আমার চাকরি জীবনে এমন ঘটনা আগে দেখিনি।’
জানতে চাইলে চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, ‘শুক্রবার দুপুর ২টার দিকে ৩টি বাঘ আমাদের অফিস প্রাঙ্গনে ঢুকে পড়ে। শনিবার দুপুর পর্যন্ত বাঘগুলো দেখা গেছে।’
তিনি বলেন, ‘আমরা কয়েকবার বাঘ দেখেছি। বাঘগুলো এখনো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে বলে আমার ধারণা করছি। সতর্ক অবস্থানে থেকে আমরা বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছি।’
বাঘ বেড়েছে নাকি খাবারের সংকট এমন প্রশ্নের জবাবে সুন্দরবন পূর্ববিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘ওই এলাকায় বাঘের আনাগোনা বেড়েছে। কিন্তু, বাঘের সংখ্যা বেড়েছে কি না তা জরিপের পর বলতে পারব।’
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: বাঘ, রয়েল বেঙ্গল টাইগার, সাতক্ষীরা, সুন্দরবন
For add