সাতক্ষীরা মুরালী খাল থেকে বাঘের মরদেহ উদ্ধার

 

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের কলাগাছিয়ার মুরারী খাল থেকে একটি বাঘের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।

রোববার (১২ই ফেব্রুয়ারি) বিকালে কলাগাছিয়া এলাকার মুরালি খাল এ থেকে বাঘের মরদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে বন বিভাগের সদস্যরা।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম বলেন, ধারণা করা হচ্ছে মাস খানেক আগে বাঘটির মৃত্যু হয়েছে। বাঘের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানা সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com