সমুদ্র পথে বন্যপ্রাণী পাচার রোধে প্রশিক্ষণ দেওয়া হলো মোংলা বন্দরের কর্মকর্তাদের

সমুদ্র বন্দর দিয়ে বন্যপ্রাণী পাচার বন্ধে মোংলা বন্দরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিসট্যান্স প্রোগ্রামের (আইসিআইটিএপি) কাউন্টার ওইল্ডলাইফ ট্রাফিকিং টিম বন্যপ্রাণী পাচার প্রতিরোধের ওপর এক প্রশিক্ষণ দেয়।

সোমবার (২৯ মে) শুরু হওয়া দুইদিনব্যাপী এ প্রশিক্ষণের মঙ্গলবার (৩০ মে) সমাপনী অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

এ প্রশিক্ষণে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ২০০৩ সাল থেকে বাংলাদেশ সরকারের আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তা করে আসছে এ সংস্থাটি।

আইসিআইটিএপি’র নির্বাহী কর্মকর্তা এবং বন্যপ্রাণী বিষয়ক সিনিয়র আইন প্রয়োগকারী উপদেষ্টা ক্রেইগ ফুলস্টোন এবং তার দলের অন্য দুই সদস্য ড. নাসির উদ্দিন এবং ড. সামিয়া সাইফ অংশগ্রহণকারীদের বন্যপ্রাণী অপরাধ মোকাবিলার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com