সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে গাছ কর্তন, আটক ৩

ছবি: আনন্দবাজার পত্রিকা

সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে নিষিদ্ধ গরান গাছ কাটার অভিযোগে তিন জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর বন টহল ফাঁড়ির সদস্যরা।

শনিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে সুন্দরবনে সাপখালী খাল থেকে নৌকাভর্তি কাঠসহ ওই তিন জেলেকে আটক করা হয়। আটকরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের তরিকুল, বেলাল গাজী ও সাইফুল খান।

কাঠেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, সুন্দরবনে গরান গাছ কাটা হচ্ছে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে একটি নৌকা, দা, কুড়াল এবং নিষিদ্ধ ২৫০টি গরান কাঠ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোছাইন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ: পরিবেশ রক্ষার সুফল! সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

For add

oceantimesbd.com