সুন্দরবনের করমজল এলাকায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

সুন্দরবনের করমজল এলাকা থেকে ৬ দিন ধরে নিখোঁজ থাকা হিলটন নাথ নামক এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয় জেলেদের খবরের সুত্র ধরে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার (৮ এপ্রিল) সুন্দরবন সংলগ্ন খালে অবৈধ ভাবে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বন বিভাগ। ওই সময় বন বিভাগের অভিযানের পর থেকে হিলটন নাথ নামক একজেলে নিখোঁজ ছিল।

বন বিভাগের দাবী ছিলো অভিযানের সময় একজেলে নদীতে লাফদিয়ে পালিয়ে যায়। ওই দিন থেকে নিখোঁজ হিলটন নাথ কে নদীতে খুঁজতে থাকে স্বজনরা। এর পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় করমজল সংলগ্ন নদীর চরে একটি লাশ দেখতে পায় জেলেরা।

পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গায় মারা যাওয়া জেলেকে রাতের আধারে কে বা কারা সুন্দরবন করমজল এলাকায় ফেলে রেখে যায়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ: পরিবেশ রক্ষার সুফল! সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

For add

oceantimesbd.com