আমরা বারকূলে থাকি, বর্ষাকালে কোথায় থাকমু?

রোজার কা-ইল্লা (কালে) আপনারা ইফতারি করেন, ‘আমরা বারকুল (বাহিরে) থাকতে  হ, জইনে-জইনে (জমিতে) থাকতে হ, আপনারা ঘরে থাকেন, আমরা বারকূলে থাকি, বর্ষাকালে কডে (কোথায়) থাকমু?’

কথাগুলো বলছিলো মৃত বাবার ছোট্ট ছেলে, সন্দ্বীপের সন্তোষপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আবদুল মান্নানের ছেলে। বসত ঘরসহ সব পুড়ে ছাই হয়ে যায় গত বৃহস্পতিবার । নদীর কূলে পূর্ব বেড়িবাঁধে ছোট্ট একটি কুঁড়েঘরে বসবাস করতেন তারা। এখন সেই ঘরটিও নেই।

মৃত মান্নানের এই ছোট্ট ছেলেটির পক্ষে নতুনকরে ঘর তোলা সম্ভব নয়। অসহায় পরিবারটিকে নতুন ঘর নির্মাণ করে দিতে সিদ্ধান্ত নিয়েছেন সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর এবং সন্দ্বীপ সংযোগ টিম।

ছোট্ট অসহায় ছেলেটিকে সহযোগিতা করতে চান সন্দ্বীপের স্থানীয় সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী যুবকরা। অন্যরাও চাইলে সহযোগিতা করতে পারেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ: পরিবেশ রক্ষার সুফল! সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

For add

oceantimesbd.com