অসুস্থ সাপের মুখে মুখ লাগিয়ে প্রাণ বাঁচালেন পরিবেশকর্মী

কার্বলিক অ্যাসিডের জেরে অসুস্থ হয়ে পড়েছিল সাপ। মাউথ-টু-মাউথ পদ্ধতি অর্থাৎ মুখে মুখ লাগিয়ে প্রাণীটির প্রাণ ফেরালেন পরিবেশ কর্মী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই মুহূর্তের ভিডিও। যা দেখে হতবাক সকলে।

বিষয়টা ঠিক কী? সোমবার রাতে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের ১২ নম্বর ওয়ার্ডে হাই স্কুল সংলগ্ন একটি বাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সাপটিকে লক্ষ্য করে কার্বলিক অ্যাসিড ছোঁড়া হয় বলে অভিযোগ।

এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে সাপটি। খবর পেয়ে পরিবেশ কর্মী বিশ্বজিৎ দও চৌধুরী যান ঘটনাস্থলে। তিনি শুরু করেন পরিচর্যা।

পরিবেশ কর্মী বিশ্বজিৎ দও চৌধুরী জানান, মাউথ টু মাউথ এই পদ্ধতির মাধ্যমে সাপের মুখে মুখ লাগিয়ে অক্সিজেন সরবরাহ করেছেন তিনি।

কারণ শরীরে অ্যাসিড লেগে যাওয়ায় শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছিল সাপটির। সাপটিকে সাবান জলে স্নান করানোর পাশাপাশি মুখে মুখ লাগিয়ে অক্সিজেন সরবরাহ করায় প্রাণ বেঁচে যায়।

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় সুস্থ হয়ে ওঠার পর সাপটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দিয়েছেন বলে বিশ্বজিৎবাবু জানিয়েছেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ: পরিবেশ রক্ষার সুফল! সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

For add

oceantimesbd.com