মানুষের দাঁতের মত মাছের দাঁত

মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যাঙ্গ অত্যান্ত নিখুত ভাবে তৈরি করা হয়েছে। মানুষের সাথে যে কোন কিছুর মিল মানুষের আকর্ষনের মূল কারণ হয়। প্রত্যেক অঙ্গেরই কোন না কোন প্রয়োজন আছে মানুষের। সমুদ্রকে জীবের ভাণ্ডার বলা হয়। সমুদ্রের তলদেশের প্রাণীদের বৈচিত্র্য চোখ ধাঁধানো।

এমন সব বৈচিত্র্যময় প্রাণীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের তলদেশের প্রাণীদের অভয়ারন্য আজও পর্যন্ত নতুন কিছু আবিষ্কার হতেই আছে। এজন্য প্রাণীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আলাদা প্রজাতির মাছের মধ্যে অনেক ব্যাতিক্রম দেখতে পাওয়া যায়। এ গুলো আমাদের কাছে এজন্য ব্যাতিক্রম লাগে কেননা আমরা সচরাচর এদের দেখি না।

মানুষের সাথে মিল আছে মাছের বিষয়টি অদ্ভুত। কিন্তু কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্যে উপর নির্ভর আলাদা ভাবে কিছু প্রাণীর দেখা মিলে। এমন সব ধরনের অদ্ভুত প্রাণীরা অত্যান্ত বিরল প্রজাতির এবং সংখ্যায় অনেক কম হয়। টাইটেলের অর্থ কিছুটা এমন প্রকৃতির যে মানুষের সাথে মিল আছে; যেমন, অঙ্গ-প্রত্যাঙ্গ এমন সব প্রাণী যাদের মানুষের সাথে মিল আছে।

আমেরিকার ক্যারোলিনা অঞ্চলে এদের খোঁজ পাওয়া গিয়েছিল। এই মাছটির দাঁত মানুষের দাঁতের মত। মানুষের যেমন দাঁত খাদ্য চিবাইতে সাহায্য করে থাকে। একই ভাবে এই মাছও তার শিকার করা খাদ্য চিবিয়ে খেতে সাহায্য করে। বেশি ভাগ সময়ে শিকারকে ধরতে এর দাঁতের প্রয়োজন হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ: পরিবেশ রক্ষার সুফল! সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

For add

oceantimesbd.com