লোহার তৈরি জাহাজ কীভাবে পানিতে ভাসে?

বিজ্ঞান সবচেয়ে মজার ধাঁধা। অনেক কঠিন সমীকরণ সহজ করে দেয় বিজ্ঞান। যেমন লোহার তৈরি ভারী জাহাজ কীভাবে পানিতে ভাসে?

এর সহজ উত্তর জানিয়ে দেবে বিজ্ঞান। সাধারণত লোহা পানিতে ফেলামাত্র ডুবে যায়, কারণ পানির চেয়ে লোহা ভারী।

অপসারিত পানির ওজন কোনো বস্তুর ওজনের বেশি হলে তবেই সেটা পানিতে ভেসে থাকতে পারে।

লোহা দিয়ে তৈরি জাহাজ পানির উপর ভেসে থাকে, কারণ তার ভেতরটা ফাঁপা রেখে তৈরি করা হয়। আর জাহাজ এমন আকৃতির তৈরি করা হয় যা প্রচুর পরিমাণে পানি অপসারণ করে সেই আকৃতির স্থান দখল করতে পারে।

জাহাজ যখন ভাসে তখন তার ওজন ডুবে থাকা অংশের মাধ্যমে অপসারিত পানির ওজনের সমান হয়। বাকি অংশ উপরে থাকে যা ডোবে না।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ: পরিবেশ রক্ষার সুফল! সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

For add

oceantimesbd.com