অস্ট্রেলিয়ার নদীতে হঠাৎ লাখ লাখ মাছের মৃত্যু

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরের নদীতে হঠাৎ লাখ লাখ মাছের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে মরা মাছগুলো নদীতে ভেসে উঠতে শুরু করে।

নদী কর্তৃপক্ষ বলছে, চলমান দাবদাহের প্রভাবে ডার্লিং-বাকা নদীতে এ অবস্থার তৈরি হয়েছে।

স্থানীয়রা বলছেন এই শহরে একবাবে এত মাছের মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। তবে তিন বছর আগেও একবার এই শহরে প্রচুর মাছের মৃত্যু হয়।

জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও ঘন ঘন, আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়েছে। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবী ইতোমধ্যেই প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে সরকারগুলো কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার মেনিন্দিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : বিবিসি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ: পরিবেশ রক্ষার সুফল! সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

For add

oceantimesbd.com