হর্সসু ক্র্যাব

ডাইনোসরের ২০ কোটি বছর আগে এসেও পৃথিবীতে টিকে আছে হর্সসু ক্র্যাব

ড. মোসলেম উদ্দীন মুন্না : ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার, ১৪:১৬

বিজ্ঞানীরা মনে করছেন, ডাইনোসর পৃথিবীতে আসার প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে লিমুলাস বা হর্সশু ক্র্যাব-এর আগমন এবং কোন রকম বিবর্তন ছাড়াই টিকে আছে এ সামুদ্রিক প্রাণীটি, যার কারণে এদের লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম বলা হয়। পৃথিবীতে বর্তমানে চার প্রজাতির হর্সসু ক্র্যাব পাওয়া যায় যাদের তিন প্রজাতি এশিয়াতে আর আমাদের বাংলাদেশের উপকূলে তাদের দুইটি প্রজাতি দেখা যায় বলে বিজ্ঞানীরা প্রাথমিক অনুসন্ধানে বিভিন্ন জার্নালে উল্লেখ করেছেন। এদের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল- রক্তের রং নীল বর্ণ।

for add

for add

oceantimesbd.com