ওশানটাইমস ডেস্ক : ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১২:৪৫:৪৬
বিচিত্র প্রাণী জগৎ এর কত প্রাণী আমাদের জানার বাইরে তার ইয়ত্তা নেই। সারা পৃথিবীতে এমন সব বিচিত্র ও অজানা প্রাণী রয়েছে যার সঙ্গে আমরা অনেকেই পরিচিত না। এসব অজানা ও চমৎকার সব প্রাণী যেমন সুন্দর তেমনি এর মধ্যে অনেকেগুলোই আমাদের লোক চক্ষুর বাইরে। আবার কিছু কিছু বিলুপ্তপ্রায় প্রাণী।
এমন একটি প্রাণীর নাম এম্পেরর তামারিন Emperor Tamarin। এরা মূলত অভিজাত এক বাঁনর প্রজাতির প্রাণী।
দেখতে একটি রাজকীয় ব্যাপার আছে। চালচলনেও এক ধরণের রাজকীয় ভাব। তাদের এই নামের পেছনের কারণ হলো তাদের ব্যাতিক্রমী লম্বা সাদা গোঁফ। প্রচলিত আছে তাদের এই রাজকীয় গোঁফ অনেকটাই জার্মান সম্রাট Wilhem এর গোঁফ এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
এম্পেরর তামারিন দেখতে বেশ ছোট। ওদের ব্রাজিল এবং পেরুর রেইন ফরেস্ট অঞ্চলে দেখতে পাওয়া যায়। একটি প্রাপ্ত বয়স্ক এম্পেরর তামারিন প্রায় ৭ থেকে ১২ ইঞ্চি লম্বা হয়। পাশাপাশি এদের দেহের ওজন হয় ৯০০ গ্রামের মতো হয়ে থাকে।
ধূসর দেহের এ প্রাণীর লেজ লালচে বাদামি। এরা বেশ সামাজিক প্রাণী। এদের প্রতিটি দলে প্রায় ২০টির মতো তামারিন বাঁনর থাকে।
এরা স্তন্যপায়ী প্রাণী। বেশ বুদ্ধিমান জন্তু এরা। অধিকাংশ প্রজাতিই গাছে বাস করে। তবে শুকনো মাটির গুহায়ও এরা বাসা বাধে।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: Emperor Tamarin, এম্পেরর তামারিন
For add